বান্দরবানে নাশকতার মামলায় বিএনপির সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিএনপির ডাকা অবরোধে গতকাল জেলা শহর ছেড়ে যায়নি দূর পাল্লার কোনো যানবাহন। তবে অবরোধ কর্মসূচি পালনে বিএনপিসহ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। নাশকতা ঠেকাতে বান্দরবান জেলা শহরের মোড়ে মোড়ে দাঙ্গা পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে সরকার বিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবান পৌরসভা কাশেম পাড়া এলাকার মৃত জাফর আহম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৪), মোহাম্মদপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. লিটন (৩৭), বালাঘাটা মৃত আলতাব মিয়ার ছেলে আলী মিয়া (৩৯), বনরূপা পাড়ার সাইর আহম্মদের ছেলে বাহাদুর আলম (৪৫), লাঙ্গীপাড়া মো. সফির ছেলে আবু ছালে (৪৬), মোহাম্মদপুর বনানী স–মিল এলাকার ছেরাজুল হক মিজির ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, সরকার বিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোয়াংছড়ি থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।