নালার পাশে এনজিওকর্মীর বস্তাবন্দী লাশ

নিখোঁজের তিন দিন পর উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

নিখোঁজের তিন দিন পর নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশের একটি এলাকা থেকে ডালিম কুমার দে নামে এক এনজিওকর্মীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ মরদেহটি উদ্ধার করা হয় বলে আজাদীকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। তিনি বলেন, নিহত ডালিম কুমার দে ঘাসফুল নামে একটি এনজিওতে কাজ করতেন। মরদেহ উদ্ধারের পর তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি ২৯ জুলাই অফিস থেকে মাঠ পর্যায়ের কাজে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। তার স্ত্রী এ ব্যাপারে বাকলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন। শুক্রবার সকালে অনন্যা আবাসিক এলাকার পাশের এলাকায় একটি ড্রেনের পাশে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি পাই। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান আছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধগণমিছিলে সংঘর্ষ পুলিশসহ নিহত ২