নালার নর্দমা পরিষ্কার প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

আমরা উত্তর কাট্টলী, মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। অত্র এলাকায় ২০০ শত পরিবার বসবাস করে। এ এলাকার শিক্ষিত নর-নারী প্রায় শতভাগ।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্র এলাকার উন্নয়ন তেমন চোখে পড়ার মত না। আমাদের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল। প্রধান যে সমস্যার জন্য এলাকাবাসী ভুক্তভোগী সেটা হলো পানি নিষ্কাশনের প্রধান নালা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া। নালার তলদেশ থেকে অন্তত ৫-৬ ইঞ্চি উঁচু পর্যন্ত আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে একটু বৃষ্টিতে পানি উপচিয়ে রাস্তা, বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। বৃষ্টি হলে এমনকি বাড়ির মুসল্লীদের মসজিদে যাওয়া দুরূহ হয়। সরেজমিন পরিদর্শন করলে এটা দৃষ্টিগোচর হবে। যতটুকু জানি পরিচ্ছন্নতা কর্মীদের দিক নির্দেশনা দিয়ে রেখেছেন আমাদের কাউন্সিলর কিন্তু উনারা কাজ ঠিকমত করছেন না।
অতএব কাউন্সিলরের প্রতি নিকট সবিনয় অনুরোধ, ভরাট হওয়া নালার আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে এলাকাবাসীকে এ দুর্দশা থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ।

তৌহিদ চৌধুরী
মুন্সীপাড়া, উত্তর কাট্টলী,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদ আনোয়ার আল-সাদাত : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু
পরবর্তী নিবন্ধভালো কাজে তরুণদের সহায়তা করা প্রয়োজন