নগরীর উত্তর নালা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গ্যাসের চুলা থেকে নালাপাড়া একতলা মসজিদ এলাকার একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী জানান, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দ্বিতীয় তলার আসবাবপত্র পুড়ে গেছে।