নালাপাড়া দরবারে জিলানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা🙂 উপলক্ষে মিলাদ মাহফিল ২০ সেপ্টেম্বর জুমাবার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশ্বীন হযরত শাহসুফী মোহাম্মদ জুনাইদ (মা.জি.)

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া আমিরুল আউলিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব আল্লামা মোর্শেদুল হক্ব কাদেরী (মাঃজিঃআঃ)। এতে আরো উপস্থিত ছিলেন চাকতাই রাজাখালি রাবেয়া খাতুন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন আল কাদেরী (মাঃজিঃআঃ)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম (মাঃজিঃআঃ) ও দরবারের শাহজাদা জাভির বিন জুনাইদ। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল মনছুর, মোঃ মীর কাসেম, মৌ: মোঃ আবদুস শুকুর, মোঃ মুজিবুল হক, দরবারের এন্তেজামেয়া কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ.এন.এম মর্তুজাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বাদ জুমা থেকে খতমে কোরআন শরীফ, খতমে দরুদে নারিয়া শরীফ, খতমে আসমাউল হুসনা শরীফ, গাউসিয়া শরীফ, খাজেগান শরীফ এবং খতমে গেয়ারভী শরীফ, খতমে শিফাহ্‌ শরীফ। খতমসমূহের মোনাজাত পরিচালনা করেন মাওলানা সফিউর রহমান আল কাদেরী। নাতে মোস্তফা (সাঃ) পরিবেশন করেন মোহাম্মাদ তামজীদ। মাহফিলে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করা বড় নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা সকল মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব এবং কর্তব্য, তাই ঈদে মিলাদুন্নবী (সঃ) পালনের মাধ্যমে দুনিয়ায় ও আখিরাতে কামিয়াবি অর্জন করা যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুর্গোৎসবের প্রস্তুতি সভা