উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র ফাতেহা ই ইয়াজদাহম স্মরণে মিলাদ মাহফিল ১৫ অক্টোবর ১ম দিবস অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন হযরত শাহ সুফী মোহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আশেকানে আউলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউসুফ আল কাদেরি (মাঃজিঃআঃ)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক নঈমী আল কাদেরি (মাঃজিঃ আঃ)। এতে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া খাতুন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন আল কাদেরী (মাঃজিঃ আঃ) এবং চরণদ্বীপ দরবার শরীফের শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম।
এতে দরবারের শাহজাদা জাভির বিন জুনাইদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল সকাল নয়টা থেকে খতমে কোরআন শরীফ, খতমে সহীহ বুখারী শরীফ এবং খতমে গেয়ারভী শরীফ। উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, মাওলানা ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী, মাওলানা মুহাম্মদ সোলায়মান আল কাদেরি, মাওলানা জালাল উদ্দিন আযহারি, মাওলানা শরফুদ্দিন আকবরি। এই খতম গুলোর মুনাজাত করেন হযরত আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দীন আল কাদেরি (মাঃ জিঃ আঃ)।
এতে আরো উপস্থিত ছিলেন দরবারের এন্তেজামেয়া কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ.এন.এম মর্তুজা, দরবারের ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, অসংখ্য আশেকান বৃন্দ। নাতে মুস্তফা (সাঃ) পরিবেশন করেন শায়ের আহলে সুন্নাহ মোহাম্মদ আব্দুস শক্কুর এবং মোহাম্মদ তামজিদ। মাহফিলে বক্তারা বলেন, নবুয়্যতের যুগ শেষ হয়েছে, এখন বেলায়েতের যুগ। বেলায়েতের সম্রাট হলেন বড় পীর শেখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রাঃ)। তিনি আউলিয়াদের সর্দার। প্রেস বিজ্ঞপ্তি।