নারীর ব্যাগে তল্লাশি, চবির দুই শিক্ষার্থীকে মারধরের চেষ্টা

উদ্ধারের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৪:৩৯ পূর্বাহ্ণ

নগরের সিনেমা প্যালেস এলাকায় এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে ক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। পরে অবশ্য মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থী হচ্ছেনমো. সাব্বির ও মো. রায়হান।

জানা গেছে, ওই দুই শিক্ষার্থী এক নারীর পথরোধ করে তার ব্যাগ তল্লাশি করে। ওই নারীকে তারা যৌনকর্মী বলে সম্বোধন করে। একপর্যায়ে ওই নারীর স্বামী উপস্থিত হন সেখানে। এসময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়ে দুই শিক্ষার্থীকে ধাওয়া দেয়। লোকজন ওই ছাত্রদের ঘিরে ধরে মারতে উদ্যত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ সাংবাদিকদের বলেন, ওই নারী ও তার স্বামী থানায় এসেছিলেন। তারা এই বিষয়ে কোনো অভিযোগ দেননি। তাই মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিলেও তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ব্যাগ তল্লাশি করা ছাত্রদের কাজ নয়। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেলে ভর্তি এবার মূল্যায়ন ২০০ নম্বরের ভিত্তিতে
পরবর্তী নিবন্ধমাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে ছেলে