সামপ্রতিক সময়ে দেশব্যাপী শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
এতে সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি টুকু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এনজিও প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক মাধবী মারমা, টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য আইনজীবী সুস্মিতা চাকমা, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ। এ সময় মহিলা পরিষদ, প্রোগ্রেসিভ, আশিকা, টংগ্যা, হিল ফ্লাওয়ার, উইভ, গ্রিনহিল, স্থানীয় হেডম্যান–কার্বারিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে হঠাৎ করে নারী ও শিশু নিপীড়ন, ধর্ষণ বেড়ে গেছে। নারীরা ঘরে–বাহিরে কোথাও নিজেকে নিরাপদ বোধ করছে না। এ সময় বক্তারা নারী নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।