নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করছে বিএনপিএস

বিভাগীয় কনফারেন্সে হুইপ সামশুল হক চৌধুরী

| সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

যুব ও কিশোরকিশোরীদের জন্য নিশ্চিত হোক যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ বিষয়ক দুই দিনব্যাপী এসআরএইচআর কনফারেন্সের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী বলেছেন, নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)

গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এর আগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সকালে বর্ণাঢ্য র‌্যালি ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। পার্বত্য তিন জেলা থেকে আগত নারী ও কিশোরীরা বেলুন উড়িয়ে কনফারেন্সের আনুষ্ঠানিকতা শুরু করেন।

এর আগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর বলেন, অর্থনৈতিক অধিকার থেকে যেমন নারী বঞ্চিত তেমনি নারী যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার থেকেও বঞ্চিত। নারী ও কিশোরীরা যাতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার স্বীকৃতি ও অধিকার পায়। এটাকে উপেক্ষা করে স্বাস্থ্য খাতের অগ্রগতি, গড় আয়ু বৃদ্ধি, শিক্ষা, জীবনমান এবং বাংলাদেশের অগ্রগতি অর্জন সম্ভব নয়। তাই একে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে। বিএনপিএসর কর্মকর্তা শরীফ চৌহানের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সভা প্রধান বিএনপিএসের উপপরিচালক শাহনাজ সুমী, বিএনপিএসের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার।

উপস্থিত ছিলেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহমদ। উদ্বোধনী পর্বে ‘তৃণমূল উন্নয়ন সংস্থা’র সদস্যরা বাল্য বিয়ে বিরোধী নাটিকা মঞ্চস্থ করেন। কনফারেন্স উপলক্ষে ১০ উন্নয়ন সংস্থা শিল্পকলা প্রাঙ্গণে স্টল স্থাপন করে।

উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সুচরিতা চাকমা, ডা. নিলু কুমার তঞ্চঙ্গ্যা, প্রাণজিত দেওয়ান, নাইইউ প্‌রু মারমা, ডনাই প্‌রু নেলী, চাই সিং মং, চিং সিং প্‌রু, মথুরা বিকাশ ত্রিপুরা, রিপন চাকমা, শেফালিকা ত্রিপুরা। অধিবেশনগুলোতে অংশ নেন ডা. মো. সাখাওয়াত উল্যাহ, মোস্তফা কামাল যাত্রা, ডা. মোহাম্মদ ছাবের, ডা. অং চালু, এমরান হোসেন চৌধুরী, ডা. বেবী ত্রিপুরা, ডা. নাজনীন আহমেদ এবং এমরুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে শৃঙ্খলা কমিটির সভা
পরবর্তী নিবন্ধরাউজানে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন