নারীর পূর্ণ নিরাপত্তা চাই

| রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

প্রতিটি নারীর জীবনের ভীত পিত্রালয় থেকে মজবুত করে গড়ে তুলতে হয়। যাতে জীবন চলার পথে তাকে কোথাও কোনও নিরাপত্তাহীনতায় ভোগতে না হয়। পিত্রালয় এমন এক স্থান যেখানে সব শিক্ষাদীক্ষা ও স্বাধীনতা নিয়ে কন্যা সন্তানরা বেড়ে উঠতে পারে। পিত্রালয়ে নারীদেরকে এমন মজবুত ভাবে গড়ে তুলতে হবে যেন সে বাকী জীবনের জন্য স্বাবলম্বি হতে পারে। নারীদের চলার পথে প্রতি পদে পদে অনেক বাধা বিপত্তি আসে। যেমন বারচৌদ্দ বছর বয়স থেকে শুরু হয় সামাজিক উৎপীড়ন, স্কুল কলেজে পড়তে গেলে বকাটের উৎপীড়ন, প্রাইভেট পড়তে গেলে টিচারের উৎপীড়ন, প্রেমে সারা না দিলে প্রেমিকের উৎপীড়ন, কোনও অফিস আদালতে চাকরি করতে গেলে সেখানের অযাচিত উৎপীড়ন, রাস্তাঘাটে, যানবাহনে চলতে গেলে অমানবিক নির্যাতন, স্বামীর ঘরে গেলে স্বামীকূলের উৎপীড়ন, নির্যাতন, স্বামীর অবর্তমানে সন্তানের ঘরেও নির্যাতন, এক কথায় নারীর জীবনে উৎপীড়ন, নির্যাতনের অজস্র ক্ষেত্র পৃথিবীতে বিরাজমান। নারীকে উৎকণ্ঠা জর্জরিত জীবন থেকে কি কোনও মতে রেহায় দেওয়া যায় না? স্বাধীন দেশের নারীসমাজ এখন বাঁচার মতো বাঁচতে চাই। সামাজিক নিরাপত্তা চাই। প্রশাসনিক পূর্ণ নিরাপত্তা চাই।

করুণা আচার্য

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুখেন্দু চক্রবর্তী : একনিষ্ঠ সঙ্গীত সাধক
পরবর্তী নিবন্ধমার্কিন মুল্লুকে চট্টগ্রামের ছেলে ইশরাকের গল্প