নারী আমার মা জননী
নারী আমার কন্যা
নারী আমার জায়া হয়ে
ছড়ায় ফুলের বন্যা।
নারীর চোখে বিশ্ব দেখি
নারীর হাতে হাত
নারীর হাতের রান্না মজা
চিকন চালের ভাত।
নারীর মাঝে স্বপ্ন দেখি
নারী দেখায় আলো
নারী থাকলে সবই থাকে
নাহয় সবটা কালো।
ছেলে মেয়ে এগিয়ে যায়
নারী শিক্ষার যশে
আদরমাখা অ আ শিখি
নারীর কোলে বসে।
নারীর সাথে থাকবো মোরা
দেখবো তাদের কাজ
সকল কাজে সাহস দেবো
দেখবো আলো আজ।