নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান

এসডিজি ইয়ুথ ফোরামের ওয়েবিনারে ড. সেলিম

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নারীর অধিকার সুসংহত রাখতে জাতিসংঘ কর্তৃক লিঙ্গ সমতাকে গুরুত্ব দিয়ে ৯টি টার্গেট ও ১৪টি সূচক নির্ধারণ করেছে যেখানে অন্য সকল লক্ষ্যমাত্রার সমন্বয় সাধন ঘটেছে। নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার প্রসার, কর্মক্ষেত্রে নারীদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ সফলতা দেখিয়েছে যা টেকসই উন্নয়ন অভিষ্ঠের ৫ম লক্ষ্যমাত্রা পূরণে কার্যকরী ভূমিকা রাখবে।
এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘এসডিজি -৫ লিঙ্গ সমতা’ শীর্ষক সরাসরি ভার্চুয়াল ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দীন। এসডিজি ইয়ুথ ফোরামের এসডিজি-৫ লিঙ্গ সমতা কর্মসূচির সমন্বয়ক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহকারী অধ্যাপক ড. শারিন শাহজাহান নওমি’র সভাপতিত্বে গত ১৬ ফেব্রুয়ারী এসডিজি ইয়ুথ ফোরাম ফেইজবুক পেইজ থেকে সমপ্রচারিত সরাসরি ভার্চুয়াল ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরামের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব । বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক নারী সংগঠন জোনটা ইন্টারন্যাশনালের পরিচালক প্রিন্সিপাল দিলরুবা আহমেদ, লন্ডনের উইমেন ইন গ্রোন প্রজেক্টের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সাবিনা খান, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, পাকিস্তানের হিউমেন রাইটস কমিশনের সহযোগী পরিচালক কারিমা খান, সিয়েরা লিওনের বন ও কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত খাদ্য নিরাপত্তা ও কৃষি কর্মসূচির কর্মকর্তা আইশা নাসের ডারিং, দিশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিলানা নাওশিন, উন্নয়নকর্মী নার্গিস চৌধুরী , প্রভাষক সালমা আহসান, এসডিজি ইয়ুথ ফোরাম’র ঢাকা টিম কো-অর্ডিনেটর ফারহানা বারী, ওব্যাট’র শিক্ষিকা ইশরাত পারভীন প্রমুখ।
ড. মোহাম্মদ সেলিম উদ্দীন আরো বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অবদান বিশেষত তৈরি পোশাক খাতের মত সম্ভাবনা শিল্পে তাদের ভূমিকার জন্য বর্হিবিশ্বে আজ দেশের সুনাম সমুজ্জ্বল হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাগজপত্র না থাকায় বাঁশখালীতে ৬১ যানবাহনকে জরিমানা
পরবর্তী নিবন্ধটিকা নিবন্ধন কার্যক্রমে আইনজীবীদের সহায়তা দিল রেড ক্রিসেন্ট