দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো.হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি সরকারের আমলেই নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি চূড়ান্ত রূপ পেয়েছে। সমাজে নারীর নেতৃত্ব, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পদক্ষেপ নিয়েছিলেন, তা আজও দেশে নারী উন্নয়নের ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা কর্মসূচির আলোকে দক্ষ ও কর্মমুখী মহিলা জনগোষ্ঠী তৈরিতে অগ্রাধিকার ভিত্তিতে নারী শিক্ষার উন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পরিবারভিত্তিক সহায়তা প্রকল্পও চালু করা হবে। লায়ন হেলাল উদ্দিন বলেন, প্রত্যেক পরিবারে যিনি প্রধান নারী, তার নামে একটি ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহের মাধ্যমে পরিবারের প্রতিটি সদস্যের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি ছেলে–মেয়েদের শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানসহ মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। শিক্ষা শেষে যোগ্যতা অনুযায়ী চাকরি বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও বিএনপি সরকার কার্যকর পদক্ষেপ নেবে। বেকার যুবক–যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কর্মমুখী প্রশিক্ষণ ও উদ্যোক্তা সহায়তা কর্মসূচি চালু করা হবে। আগামী ১১ অক্টোবর আনোয়ারায় ‘নারীর ক্ষমতায়ন ও ভূমিকা’ শীর্ষক নারী সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি ৬ অক্টোবর আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জামাল হোসেন, মাস্টার রফিক, জাগির হোসেন, দিল মোহাম্মদ মন্জু, এম মনছুর উদ্দিন, নুরুল কবির,মোহাম্মদ কাশেম, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, নুরুল হুদ্দা, আবদুল মঈনুল চৌধুরী, লুৎফর আনম টিটু, মহরম আলী, আখতারুজ্জামান, মামুন খান, নিজাম, ফেরদৌস, ইলিয়াস, মোজাম্মেল হক, ইউসুফ, টিপু চৌধুরী, মোহাম্মদ আলম, আমিন, জিয়াউল কাদের জিয়া, মাবুদ, ছৈয়দুল হক, শোয়াইব, তানভির আরিফ, হাসান কায়েস, আজম খান, আলফাজুর রহমান আরিফ, সেলিম, বাবলু হোসেন, কিং আরিফ, জামাল, আবু তৈয়ব মাহির, হাসান, শামসুল ইসলাম, সুমন,আলমগীর, এরশাদ, ইসমাইল বিন মনির, রুবাইদ খান সিফাত, মোফাজ্জল হোসেন জুয়েল, হান্নান, রাশেদ, বোরহান, শফিউল আলম, ইমরান, মাহিম, মোহাম্মদ তারেক, মিনহাজ রাকিব প্রমুখ।