জগত সংসারে নারীর অবদান শতভাগ। দক্ষতার সাথে নারী এগিয়ে যেতে পারে এ বিষয়ে কোন সন্দেহ নেই। যদিও আমাদের সমাজ ব্যবস্থা নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। সংসারের শুরুতে সংসার গোছানো এবং সন্তান লালন-পালনের পুরো দায়ভার থাকে নারীর। সেজন্য অধিকাংশ নারী শিক্ষিত হলেও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে না। জীবনের বেশিরভাগ সময় চলে যায় এই গুরুদায়িত্ব পালন করতেই। সংসারের সবটুকু দায়িত্ব কাঁধে নিলেও নারী অর্থনৈতিক ভাবে নিঃস্ব থাকে। স্বামী ধনী হলেও নারীর উচিত অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা। ভালোবাসা, মায়া, ভরণপোষণ যেমন জরুরি তেমনই জরুরি নারীর অর্থনৈতিক মুক্তি। সংসারে নারী নিঃস্বার্থ ভাবে কাজ করে গেলেও চিকিৎসা বা বিনোদনের জন্য তেমন অর্থ বরাদ্দ থাকে না। এই বিষয়টা খুব পীড়াদায়ক। কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায় সাংসারিক দায় তখন কিছুটা কমে আসে। তাই বয়স একটু বাড়লেও নারীর উচিত মনোবল রেখে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার চেষ্টা করা।