বর্তমান সময়ে ইস্কুলে লেখাপড়ার পাশাপাশি আত্মারক্ষার জন্য মেয়েদের রুটিন মাফিক প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন মনে করি। মেয়ে শিশুকাল থেকে তাঁর নিজেকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর অভিভাবকদেরও প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে।
মেয়ে– নারীদের একা চলতে বা কুদৃষ্টি লালস মানব দস্যুদের বর্বর দুষ্টু চরিত্রের মানবদের হাত থেকে নিজেকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থা ও আত্মরক্ষার জন্য জনসচেতনতামূলক প্রচার প্রসার বৃদ্ধি হোক প্রার্থনা করছি। বর্তমান সময়ে আমরা নারীরা সমাধিকার প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে গেছি, কিন্তু নিজের আত্মরক্ষার বা সম্মান রক্ষা করতে কোন চিন্তাও রাখি না। যখন বিপদ বা ধর্ষণের মত কোন ঘটনা ঘটে তখন মিটিং মিছিল স্লোগান পদত্যাগ আহবান করে থাকি, কেন? আমরা কি পারি না আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে!