চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ–সভানেত্রী সাবিহা মুসা। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় কবি নজরুল ইসলামের জীবন–কর্ম নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও গান পরিবেশনে অংশ নেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সদস্যা মর্জিনা আখতার, শাহানা আক্তার জাহান প্রমুখ। শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সদস্যা ফেরদৌসী আরা বেগম, রোকেয়া চৌধুরী, রিজিয়া আকবর খোন্দকার, মনোয়ারা আলম, সাহানা আখতার বীথি, রোকেয়া আহমেদ প্রমুখ।
আলোচকরা বলেন, নারীমুক্তিতে কাজী নজরুল ইসলামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রণী। তিনি তাঁর সাহিত্যের মাধ্যমে নারীর অবদমিত শক্তিকে জাগিয়ে তুলেছেন, সমাজে তাদের সমান অধিকার, শিক্ষা এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণের প্রয়োজনীয়তার পক্ষে সোচ্চার ছিলেন। নারীদের জয়গাথায় তার অবদান অনস্বীকার্য। নারীদের অধিকার রক্ষায় তাঁর কবিতা ছিল প্রেরণাদায়ী। নারীসমাজের পক্ষে তার অসামান্য ভূমিকা জাতি চিরকাল স্মরণে রাখবে।
সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিষয়ে আলোচনা করেন ক্লাবের সহ–সম্পাদিকা মিনু আলম, সদস্যা রেহানা আকতার জুবিলি ও সদস্যা সকিনা বেগম চৌধুরী। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন সদস্যা নাজমা সাইদা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।