ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন ‘দেশে নারী উদ্যোক্তা সৃষ্টিতে নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের স্বাবলম্বী করতে অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তারা যদি সচেতন হয় দেশ অনেকটা এগিয়ে যাবে। বর্তমান সরকার নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, নারী শিক্ষার্থীদের বিনা বেতনে শিক্ষার সুযোগসহ নানা সুবিধা দিয়ে আসছে। যা অন্য কোনো সরকারের আমলে দেওয়া হয়নি। আগামীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই এসব সহায়তা অব্যাহত থাকবে। না হয় বন্ধ হয়ে যাবে। গতকাল রবিবার বিকালে আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা কর্মকর্তা শাহানা পারভীন, জহিরুল ইসলাম, কৃষ্ণা রানী দাশ, সায়মা নওশীন লুনা প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার আনোয়ারা–কর্ণফুলী উপজেলার দুইশত প্রশিক্ষাণার্থীকে সনদ ও ভাতা প্রদান করা হয়।