চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নারীদের সুস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক প্লেসে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা করা জরুরি। আমাদের শহরগুলোতে নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের অভাব রয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তির অন্যতম কারণ। পথচারী ও নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা এবং চলতি পথে টয়লেট হোক শান্তির জায়গা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ওয়াটারএইডের প্রকল্প সমন্বয়ক কে এ আমিন পাবলিক টয়লেটের উপর সার্বিক কার্যক্রম উপস্থাপন করে বলেন, ওয়াটারএইডের অর্থায়নে বর্তমানে ৫৪টি পাবলিক টয়লেট সারা বাংলাদেশে আছে। আমরা পাবলিক টয়লেট শব্দটি আস্তে আস্তে ব্যান্ডিং করছি যার নাম হবে পথের দাবি টয়লেট। আধুনিক, দৃষ্টিনন্দন ও প্রতিবন্ধীবান্ধব এই পাবলিক টয়লেটে রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোওয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, স্যানিটারি ন্যাপকিন, লকার, মাতৃদুগ্ধ কর্নার, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্নকর্মী ও মহিলা তত্ত্বাবধায়কের ব্যবস্থা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র আর্কিটেক্ট, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ডিএসকের ওয়াশ ডিরেক্টর এম এ হাকিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক, ছাত্র–ছাত্রীসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যৌথভাবে উপস্থাপনা করেন নুররুন নাহার ও আরেফাতুল জান্নাত। প্রেস বিজ্ঞপ্তি।