নারীদের আন্তর্জাতিক ফিফা প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল। আজ ২৬ জুন সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে বাংলাদেশের হাই লাইন ডিফেন্স এবং প্রেসিং ফুটবলে বিধ্বস্ত হয়েছে মালয়েশিয়া। দ্বিতীয় ম্যাচেও একই কৌশলের কথাই জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। গতকাল শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন কোচ ছোটন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলাই আমাদের লক্ষ্য।
এই ম্যাচেও আমরা নিজেদের আগের কৌশলেই এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। প্রথম ম্যাচে আমরা দারুন কিছু ফিনিশিং দেখতে পেয়েছি। তবে ম্যাচে আমাদের কিছু ভুল ছিল আমরা সেই ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছি। আশা করি এই ম্যাচে এই ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো কিছু উহার দিতে পারবো দেশের মানুষকে।’
আগের ম্যাচের একাদশকেই খেলাতে চান ছোটন। তবে পিঠের ব্যাথার জন্য আজকের ম্যাচের প্রথম একাদশে অনিশ্চিত সিরাজ জাহান স্বপ্না। তবে স্বপ্নাকে মূল একাদশে পেতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ছোটন। এদিকে প্রথম ম্যাচে জয় পাওয়ার ফলে দ্বিতীয় ম্যাচে প্রত্যাশার চাপ অনেক বেশি বলে মনে করেন সাবিনা। দ্বিতীয় ম্যাচেও সমর্থকদের ভালো খেলা উপহার দিতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে। ‘প্রথম ম্যাচে আমরা বলেছিলাম কঠিন লড়াই করে একটি উপভোগ্য ম্যাচ উপহার দিতে চাই। আমার মনে হয় আমরা তা করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও তেমনটাই করতে চাই।
পরিকল্পনা মত খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব হবে।’ দ্বিতীয় ম্যাচের প্রত্যাশা প্রসঙ্গে সাবিনা বলেন, ‘আসলে আমরা ভালো খেলার দিকেই মনোযোগ দিতে চাই। এই ম্যাচেও আমরা ভালো খেলতে চাই। গোল ব্যাবধান নিয়ে ভাবছি না। আমরা অবশ্যই চাইবো যতটা ভালো খেলা যায়, যত বেশি গোল ব্যবধানে জয় পাওয়া যায় এটাই আমাদের চেষ্টা থাকবে।’