ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে জার্মানী। কিন্তু তাদের গায়ে ছিল জার্মানি নারী দলের জার্সি। কারণ আগামী মাসেই ইউরোতে মাঠে নামবে নারীরা। তাদের সমর্থন দিতেই নিজেদের জার্সির বদলে ওই টুর্নামেন্টের জন্য বানানো জার্সি গায়ে মাঠে নামেন জার্মাানি পুরুষ দলের ফুটবলাররা।
আগামী ইউরোতে ডেনমার্ক, স্পেন ও ফিনল্যান্ডের সঙ্গে একই গ্রুপে খেলবে জার্মানির মেয়েরা। ইংল্যান্ডে হতে যাওয়া টুর্নামেন্টটির ফেভারিটদের তালিকাতেও আছে তাদের নাম। নারীদের সমর্থন দিতে নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে নারীদের জার্সি গায়ে মাঠে নামেন ন্যুয়াররা।