নারীদের উদ্দেশে যা বললেন মেহজাবীন

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

মেহজাবীন চৌধুরী। ছোট পর্দার সফল অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার এ অভিনেত্রী সমপ্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নারীদের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘নারী : আপনাকে সব কিছু করতে হবে না। আপনাকে একজন সুপারমম, একজন সুপার হাউসওয়াইফ, একজন সুপার পেশাদার, একজন সুপারওম্যান হতে হবে না। কারণ যখন আপনার শরীর আপনাকে সমর্থন করবে না, তখন খুব কম মানুষই আপনার ওই পরিশ্রমের কথা মনে রাখবে।’ মেহজাবীন চৌধুরী আরও লেখেন, ‘তাই বাইরে যান, ভ্রমণ করুন, হাঁটাহাঁটি করুন, ওয়ার্কআউট করুন, পার্কে যান, জিমে যান, যা আপনাকে চাঙা করে তা খান, নিজেকে ঠিক করুন্ত আপনার পছন্দের পোশাক পরুন, নিজের মতো থাকুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কখনো কখনো না বলুন এবং এটি আপনার জন্যই করুন!’ ‘বাচ্চারা বড় হয়ে চলে যায়, স্বামীরা সব সময় থাকে না, কাজ সহজেই আপনাকে প্রতিস্থাপন করতে পারে, ঘর আবার নোংরা হয়ে যাবে, তবে আপনার মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ এবং আপনি দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারেন।’ প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মেহজাবীন অভিনয়ে জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসৃজিত-দেব ফের একসঙ্গে
পরবর্তী নিবন্ধশেষ হলো মিথিলার অপেক্ষা