চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত বলেছেন, নারীরা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। দু’টো চাকার একটি বিকল হয়ে যেমন সাইকেল চলে না, তেমনিভাবে নারীকে পিছিয়ে রেখে সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি গত ৮ সেপ্টেম্বর শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম আবির্ভাব উৎসবে যুব ও মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর গোসাইলডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির কমপ্লেঙ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক কৃষ্ণা দাশ। এতে আশীর্বাদক ছিলেন প্রতিঋত্বিক প্রফেসর সুধীর রঞ্জন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. কৌশিক দেব। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সভাপতি প্রভাষক পপি সাহা। প্রধান ধর্মালোচক ছিলেন ধর্মতত্ত্ববিদ লায়ন পিন্টু দাশগুপ্ত। আলোচক ছিলেন শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, বিশ্বজিৎ দাশ জুয়েল, শান্তু নাহা, পাঁপড়ি কারণ, মিনু প্রভা দাশ। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন সৎসঙ্গ মন্দিরের সভাপতি নির্মল কান্তি দেবনাথ (লিটন) ও সাধারণ সম্পাদক নিখিল কান্তি দত্ত। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-সত্যানুসরণ ও গীতাপাঠ প্রতিযোগিতা, প্রার্থনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, গীতি নৃত্যানুষ্ঠান ও প্রসাদ বিতরণ।