নারী শিক্ষা বিস্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার

কে সি গার্লস স্কুল পরিদর্শনকালে ব্যারিস্টার আনিস

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

শিক্ষায় নারীরা পিছিয়ে পড়লে সমাজের অগ্রগতি সম্ভব নয়। তাই নারী শিক্ষা বিস্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। গত শনিবার হাটহাজারীর খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয় (কে সি গার্লস স্কুল) পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এসব কথা বলেন। এসময় তিনি স্কুলের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, প্রধান শিক্ষক মো. আখতার হোসেন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিব, সহকারী শিক্ষক বাসবী দত্ত, মো. এয়াকুব আলী, বদরুন্নাহার, উম্মে কুলসুম, আবুল মনসুর, মো. জয়নুল আবেদীন কুতুবী, মো. মনজুর আলম, পূনম বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৬ জানুয়ারি থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট বিমানের
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ১৫০ পরিবারের পাশে রোটার‌্যাক্ট ক্লাব