নারী শিক্ষা ও নারী জাগরণের প্রতিভূ বেগম রোকেয়া

আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘নারী শিক্ষা ও নারী অধিকার’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ছাত্রী নাফিজা সুলতানা রাইসার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ এবং ছাত্রী পুনম চক্রবর্তী ও অথৈ চৌধুরী। বক্তারা বলেন, মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হতে পারে। সমাজে পরিবর্তন ঘটাতে হলে প্রয়োজন একজন সমাজ সংস্কারকের। আর বেগম রোকেয়া ছিলেন দূরদর্শী একজন সমাজ সংস্কারক। নারীদেরকে অন্ধকার কূপ থেকে টেনে আনতে যিনি সবার আগে নিজের হাত কূপের দিকে বাড়িয়েছিলেন, তিনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাঁকে ‘বাঙালি নারী জাগরণের অগ্রদূত’ বলা হয়। বেগম রোকেয়ার ত্যাগের আদর্শ শুদ্ধ সমাজ বিনির্মানে সহায়ক। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী প্রতিমা বিশ্বাস, জান্নাতুল মাওয়া, দীঘি চৌধুরী, হৈমন্তী দেবী, ইসমত জাহান, রাজশ্রী চৌধুরী, মিথিলা শীল ও সৃষ্টি চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রী শিক্ষক ও অতিথিবৃন্দ।

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়। গতকাল সোমবার এ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মহিলারা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তন কিন্নরিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এবং শিল্পী জ্যাকলিন তনচংগ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, থানার ওসি মো. মাসুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং। পরে সামাজিকভাবে অবদান রাখায় এবং ৩ সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করায় স্থানীয় মাসাংফ্রু খিয়াংকে সফল জননী হিসেবে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

পটিয়া প্রতিনিধি : বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পটিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান। গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ভাটিখাইনের নুরতাজ বেগম, সফল জননী নারী হিসেবে নাইখাইনের চেমন আরা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে ডেঙ্গাপাড়া গ্রামের জোছনা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

মীরসরাই প্রতিনিধি : ‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ স্লোগানে মীরসরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন কর্তৃক ৫ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে ’জয়িতা’ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধিত ৫ নারী হলেন সফল জননী কাটাছরা ইউনিয়নের তেমুহানি গ্রামের মা হোসনে আরা, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী করেরহাট পশ্চিম জোয়ার গ্রামের রওশন আরা, বিভিষীকা গুছে জীবনের সফল নারী উত্তর হাইতকান্দি গ্রামের আমেনা খাতুন, সমাজ উন্নয়নে মধ্যম মঘাদিয়ার তাছলিমা আক্তার, অর্থনৈতিক সাফল্যে পশ্চিম মিঠানালা গ্রামের শামিমা হুদা। উক্ত ৫ জয়িতা স্ব স্ব ক্ষেত্রে সফল অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রকৌশলী সাঈদ মাহমুদ, প্রিয় তোষ নাথ, শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক সুবাস সরকার, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাস ও এম মাঈন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে নিজেদের জীবনের গল্প ও অনুভূতি ব্যক্ত করেন জয়িতাগন।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধচবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালু