নারী বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন-সুইডেন

স্পোর্টস ডেস্ | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:৫৫ পূর্বাহ্ণ

নারীদের বিশ্বকাপ ফুটবল থেকে একে একে ঝরে পড়ছে সব ফেবারিট দল। আর্জেন্টিনা, ব্রাজিলের পর জার্মানি। চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট। আর গতকাল বিদায় নিল আরেক সাবেক চ্যাম্পিয়ন জাপান। তাদেরকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সুইডেন। অপরদিকে আরেক কোয়ার্টার ফাইনালে জিতে সেমিতে গেছে স্পেন। তারা হারিয়েছে গত আসরের রানার্স আপ নেদারল্যান্ডসকে। একে একে সব চ্যাম্পিয়ন বিদায় নেওয়ায় এবারের নারী বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। গতকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জাপানকে ২১ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে সুইডেন। দিনের অপর খেলায় একই ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো শেষ চার নিশ্চিত করে স্পেন।

নিউজিল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে আমান্দা ইলেস্তেদের গোলে এগিয়ে যায় সুইডেন। বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপা আনগেলদাল। এরপর ম্যাচে ফেরার বেশকিছু সুযোগ আসে জাপানের সামনে। ৭৬ মিনিটে বিতর্কিত এক পেনাল্টি পায় তারা। কিন্তু গোল করার সুবর্ণ সুযোগটি মিস করে বসেন রিকো ইউকি। স্পটকিক থেকে নেওয়া তার শট বারে লেগে ফিরে আসে। ৮৭ মিনিটে হোনোকা হায়াশি এক গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমায়।

অন্যদিকে এবারের আসরের আগ পর্যন্ত বিশ্বকাপে স্পেনের সর্বোচ্চ দৌড় ছিল শেষ ষোলো রাউন্ড পর্যন্ত। এবার সেই রেকর্ড ভেঙে আরো এগিয়ে গেছে তারা। শুধু তাই নয়, গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসকে হারিয়ে তাদের সেমিফাইনালে ওঠা রূপকথার মতোই। ওয়েলিংটন স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ৮১ মিনিটে পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন মারিওনা কালদেন্তে। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাচদের সমতায় ফেরান স্তেফানি ফন ডার গ্রেগট। যার ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই স্পেনের বাজিমাত। ১১১ মিনিটে বাঁ প্রান্ত থেকে সালমা সেলেস্তের শট পোস্টে লাগলেও তা ঠিকই জালে আশ্রয় নেয়। তাতে উল্লাসে মেতে ওঠে স্প্যানিশরা। আগামী ১৫ আগস্ট সেমিফাইনালে সুইডেনের মুখোমুখি হবে দলটি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের টিকিট বিক্রি শুরু আজ
পরবর্তী নিবন্ধ১৭ জনের স্কোয়াডে থাকছেনা আফিফ-রিয়াদের নাম