নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত এবং পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সবচেয়ে সম্ভাব্য দৃশ্যই দেখা গেল ভারতপাকিস্তানের মধ্যকার উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে। টসের সময় অনুমতিভাবে করমর্দন করেননি ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। কলম্বোয় গতকাল রোববার প্রাথমিক পর্বের ম্যাচে লড়ছে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দল। মাঠের লড়াই শুরুর আগে ম্যাচটি ঘিরে ক্রিকেটীয় রোমাঞ্চের চেয়ে বেশি আগ্রহ ছিল দুই দলের ক্রিকেটাররা হাত মেলান কিনা, সেটা নিয়ে। টসের সময় যেহেতু করমর্দন করেননি দুই অধিনায়ক, ম্যাচ শেষেও দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর সম্ভাবনাই বেশি। ছেলেদের এশিয়া কাপ থেকে শুরু এই বিতর্কিত কাণ্ডের। দুই দেশের রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে এশিয়া কাপে তিনবারের দেখায় একবারও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। যা নিয়ে জল গড়িয়েছে বহুদূর। বিতর্ক চলছে এখনও। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফাইনালসহ তিন ম্যাচেই পাকিস্তানকে হারায় ভারত। কিন্তু ফাইনাল শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে হয় তাদেরকে। যে জটিলতার সমাধান হয়নি এখনও। এসবের মাঝেই মেয়েদের বিশ্বকাপ মঞ্চে ভারতপাকিস্তানের লড়াইয়ে আবার দেখা গেল করমর্দন না করার দৃশ্য। এমন কিছুর ইঙ্গিত অবশ্য কয়েকদিন আগেই বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টএ দিয়েছিলেন ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সচিব দেভাজিৎ সাইকিয়া। করমর্দন, আলিঙ্গন হবে কি না, এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। আগে থেকে কিছু অনুমান করতে পারি না। তবে শত্রুতাপূর্ণ ওই দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক তো একই আছে। গত সপ্তাহ থেকে কোনো পরিবর্তন আসেনি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅ্যাওয়ে ম্যাচে কক্সবাজারের সাথে ড্র করে ফিরল চট্টগ্রাম