সদ্য সমাপ্ত এশিয়া কাপে টানা তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। প্রতিবারই ক্রিকেটের চেয়ে বড় হয়ে উঠেছে রাজনৈতিক নাটক। পুরুষদের ফাইনালে পাকিস্তানের মন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এবার সেই নজির সামনে রেখে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আগামী ৫ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামবে ভারত। তখনও কি একই কৌশল দেখা যাবে? ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়াকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি হ্যাঁ বা না বলেননি। বরং মন্তব্য করেন, আমাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গত সপ্তাহে যেমন ছিল এখনো তেমনই আছে। কোনো পরিবর্তন হয়নি। বিবিসি স্টাম্পড’কে সাইকিয়া আরও বলেন, আমি কিছু ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে নিশ্চিত করে বলতে পারি ভারত–পাকিস্তান ম্যাচ কলম্বোতে হবে এবং ক্রিকেটের সব প্রটোকল মানা হবে। এমসিসি আইন অনুযায়ী যা যা আছে তা–ই হবে। তবে হ্যান্ডশেক হবে কি না, আলিঙ্গন হবে কি না এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, পুরুষ দলের নীতি অনুসরণ করাই হবে নারীদের ক্ষেত্রেও। তার ভাষায়, বিসিসিআই সরকারের সঙ্গে একমত। টসের সময় হ্যান্ডশেক, ম্যাচ রেফারির সঙ্গে ফটোশুট, খেলা শেষে করমর্দন এসব কিছুই হবে না। পুরুষদের জন্য যে নীতি নেওয়া হয়েছে, সেটাই নারীদের ক্ষেত্রেও কার্যকর হবে।