নারী ফুটবল দলের এশিয়ান কাপের বিশেষ প্রস্তুতি চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলতে যাবে। সেই লক্ষ্যে ‘বিশেষ প্রস্তুতি’ নিতে মেয়েরা তাঁবু ফেলছে চট্টগ্রামে। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার ক্যাম্পের জন্য ৪৩ জনকে বাছাই করেছেন। তবে এ মুহূর্তে দলের সবাইকে পাচ্ছেন না তিনি। ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে ১০ জন ভুটানে আছেন। চারজন অনূর্ধ্ব ১৭ দলের। ফলে ২৯ জনকে নিয়ে রোববার থেকে শুরু হবে অনুশীলন। ২০ দিনের নিবিড় অনুশীলন শেষে ২৪ ও ২৭ অক্টোবর দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে মেয়েরা। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল শনিবার সংবাদ সম্মেলনে জানান, নিরিবিলি পরিবেশে মেয়েদের প্রস্তুতির সুযোগ করে দিতে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডকে বেছে নিয়েছেন তারা। আনোয়ারায় ইয়াংওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে ২০ দিন অনুশীলন করবে মেয়েরা। সেখানে ইয়াংওয়ানই সকল ব্যবস্থাপনা করছে বাফুফের খরচ নেই। ১৬ অক্টোবর সেখান থেকে ঢাকায় আসবে। ভুটানে থাকা দশ ফুটবলার ১৭ অক্টোবর দেশে ফিরবে। ঢাকায় ৪৫ দিন অনুশীলনের পর দুই ম্যাচ খেলতে থাইল্যান্ডে রওনা হবে দল। নভেম্বরডিসেম্বরে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলব। আজারবাইজান প্রস্তুত আছে, আরেকটা দল কে হবে, তা নিয়ে কথা হচ্ছে।’ কিছুদিন জাপানে অনুশীলন করার ভাবনাও ছিল বাংলাদেশের। কিন্তু অক্টোবরের ফিফা উইন্ডোতে জাপানের ব্যস্ততা থাকার কারণে সেটি হচ্ছে না বলেও জানিয়েছেন কিরণ। ‘আমরা জাপানে অনুশীলনের ব্যবস্থা করছিলাম, কিন্তু ফিফা উইন্ডোর কারণে সেটি হচ্ছে না। ওই সময়ে আমরা দেশে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলব।’ ভুটান লিগে খেলাদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, রূপনা চাকমা ও স্বপ্না রানীএই ১০ জন ক্যাম্পে যোগ দেবেন পরে। সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা খাতুন, মাতসুশিমা সুমাইয়ারা ডাক পাননি ক্যাম্পে।

তবে তাদের সামনে সুযোগ আছে নিজেদের সামর্থ্য নতুন করে প্রমাণের। তারা নাসরিন একাডেমির হয়ে আগামী নভেম্বরে নেপালে অনুষ্ঠেয় উইমেন’স সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন। কিরণ চাইছেন, ক্যাম্পে থাকা অন্যদেরও নাসরিনের হয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দিতে। ‘নাসরিনের খেলোয়াড়েরা তো তো খেলবেই (ক্লাব চ্যাম্পিয়নশিপে)। এর বাইরে যে ৮ বা ১০ জন আছে, ওরাও যেন খেলতে পারে, সে বিষয়ে আমি পিটারকে বলব। আমি চাই নেপালে গিয়ে খেললে দেশের জন্য ভালো হবে।’

পূর্ববর্তী নিবন্ধখেলোয়াড় কল্যাণ সমিতি ফাইনালে
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মত ফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান ও ভারত