নারী পুরুষের সমতা গড়তে পারে টেকসই আগামী

আন্তর্জাতিক নারী দিবসের সভায় মেয়র

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নারীকে প্রথমত নারী নয়, মানুষ ভাবতে হবে। আনতে হবে মানসিক পরিবর্তন। নইলে নারীর যে অর্জন, তা টেকসই হবে না। নারী পুরুষের সমতা গড়তে পারে টেকসই আগামী। সমাজ বিনির্মানে নারীরাই প্রকৃত কারিগর। তাই আমরা চাই সমাজের প্রতিটি জায়গায়, প্রতিটি স্তর হবে মানুষের জন্য নিরাপদ। গতকাল মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে ইউএনডিপি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টেকসই আগামীর জন্য ডেন্ডার সমতাই আজ অগ্রগণ্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, জেসমিন সুলতানা পারু, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, টাউন ফেডারেশনের চেয়ারপার্সন কোহিনুর আক্তার, কনিকা চৌধুরী প্রমুখ।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র নারী ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক সভাপতি লায়ন কামরুন মালেক, শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারুকে সম্মাননা স্মারক ও ইউএনডিপির সৌজন্যে ছয়জন নারী উদ্যেক্তার মাঝে উপহার সামগ্রী তুলে দেন। লায়ন কামরুন মালেকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। শেষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিবি আয়মার আনুষ্ঠানিক যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধচিটাগাং সুপ্রিম রোটারি ক্লাবের অভিষেক