নারী জীবন

খালেদা লিপি | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

সবুজ ঘরে ঢুকে দেখলো তার বউ নামাজ পড়ছে। বিকেল সাড়ে তিনটায় কিসের নামাজ পড়ছে সবুজ তা বুঝতে পারছে না। সবুজ ঘরে ঢুকে সোজা তার মায়ের রুমে চলে গেলো। তার মা কয়েকদিন ধরে অসুস্থ। মাস খানেক আগে অন্য ভাইয়ের বাসা থেকে সবুজের কাছে এসেছে।সবুজেরা দুই ভাই দুই বোন। সবাই দূরে দূরেই থাকে। মা সবার বাসায় ঘুরেফিরে বেড়ায়। মায়ের মন সব সন্তানকে দেখতে ইচ্ছে করে।

সন্তানের বাচ্চাদের জন্য পরাণ পোড়ে। সবাই তো আর এখন এক সাথে থাকা সম্ভব না। সময় সব বদলে দেয়। তাই মাকেই ঘুরে ঘুরে বাচ্চাদের কাছে যেতে হয়। আবার বিষয়টা এমনও বয়স হয়ে গেলে বুড়ো মানুষকে এক নাগাড়ে কেউ বাসায় রাখতে চায় না। অবহেলা সহ্য করা কঠিন।তাই ঘুরে ফিরে বাস করা। নারীর জীবন এমনই। বাবার বাড়ি থেকে স্বামী বাড়ি, তারপর ছেলেমেয়ের বাড়ি, তারপর সাড়ে তিন হাত নিজ বাড়ি। পৃথিবীতে নারীর নিজস্ব কোন বাড়ি নাই। সবুজ এসে দেখলো তার মা রুমে নাই। কাজের মেয়েটা বললো সবুজের বোন এসে মাকে তার বাসায় নিয়ে গেছে। সবুজ এটা কখনও জানবে না, সবুজের মাকে সবুজের বোন নিয়ে যাওয়ায় খুশির চোটে সবুজের বউ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলো।

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চ : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এক মাইলফলক
পরবর্তী নিবন্ধসাতই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা