নারী জাগরণে প্রীতিলতা সবসময় প্রেরণার উৎস

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক  | শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৩তম জন্মদিন উপলক্ষে গতকাল চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারী জাগরণে প্রীতিলতা সবসময় প্রেরণার উৎস।

পটিয়া গৌরব সংসদ : পটিয়া প্রতিনিধি জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে বীরকন্যার জন্মভূমি পটিয়ার ধলঘাটে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বীরকন্যার বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা প্রকাশ ও স্যালুট জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, অধ্যাপক ভগীরথ দাশ, আনোয়ার হোসেন, আবদুর রহমান রুবেল, গিয়াসউদ্দিন সেলিম, শিবলী সাদিক কফিল, মনোজ মিত্র, পলাশ রক্ষিত, পার্থ দাশ, মোরশেদুল আলম, রুবেল সেন প্রমুখ।

এ সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বিপ্লবীদের স্মৃতিবিজড়িত ভিটেবাড়ি ও বিপালকী স্থাপনাসমূহ বেদখল হয়ে যাচ্ছে। সরকারি উদ্যোগে এগুলো সংরক্ষণ ও মাস্টারদা সূর্যসেনপ্রীতিলতাসহ ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবীদের সংগ্রামী জীবন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির মাধ্যমে কিশোরযুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট : ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৩তম জন্মদিন উপলক্ষে পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আজ ৫ মে (শুক্রবার) স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রীতিলতার জন্মভিটা ও ট্রাস্ট প্রাঙ্গণে স্থাপিত বীরকন্যা প্রীতিলতার আবক্ষ ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ট্রাস্ট নেতৃবৃন্দ। প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ডাটা এক্সচেঞ্জ’র প্রধান নির্বাহী ইমতিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি বিজয় ঘোষ, রঘুনাথ চক্রবর্তী, কৃষ্ণা চক্রবর্তী, আজীবন সদস্য প্রবোধ রায় চন্দন, রূপক চক্রবর্তী, জয়নাল আবেদীন, অধ্যাপক ভগীরথ দাশ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। আরো উপস্থিত ছিলেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর আবদুল্লাহ ফারুক রবি, সংগীত শিক্ষক বরুণ পালিত, নৃত্য শিক্ষক হৈমন্তী দে, চারুকলা শিক্ষক আকরাম হোসেন, আজীবন সদস্য সুকান্ত নাথ, প্রীতিলতা শিশু কাননের সহকারি প্রধান শিক্ষক শিক্ষক চন্দন দাশ, সুলতানা রাজিয়া, রূপশ্রী চক্রবর্তী, সুমি নাথ, বিপ্লবী দলের সদস্য রাহুল দে, প্রান্ত দে, সেবাক মজুমদার, আকাশ নাথ, প্রমা দে, বিউটি দে প্রমুখ। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলচিত্রাঙ্কন প্রতিযোগীতা, সংগীত, নৃত্য, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বৃটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতাসহ সকল বিপ্লবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, স্বাধীনতার ভিত্তিভূমি রচনা করতে গিয়ে বহু শতাব্দীব্যাপী যেসব বীর বিপ্লবী হাসিমুখে মৃত্যুকে জয় করেছেন, দেশমাতৃকার সেই অমৃত সন্তানদের একজন চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি যুগে যুগে সকল আন্দোলনসংগ্রামের প্রেরণার উৎস। বক্তারা আরো বলেন, ঔপনিবেশিককালে ইংরেজদের বিরুদ্ধে বাঙালির বহুমাত্রিক বিদ্রোহ সংঘটিত হয় এ ভূখণ্ডের বিভিন্ন স্থানে। কিন্তু চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের মধ্যদিয়ে যে নতুন বিপ্লবের সূচনা হয় সেটি আমাদের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়।

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র : চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিট্রিশবিরোধী আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব মাষ্টার দা সুর্যসেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দারের ১১৩ তম জন্মবার্ষিকীর স্মরণ আলোচনা সভা গতকাল ৫ মে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীতে অংশগ্রহণ করেন শিক্ষাবিদ তুষার কান্তি বড়ুয়া, রাজনীতিক দীপক কুমার পালিত, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি সজল দাশ, আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, শবনম ফেরদৌসী, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, অচিন্ত্য কুমার দাশ, মনজুর আলম, সংস্কৃতিকর্মী নিলয় দে, সবুজ চৌধুরী রকি প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙালি নারীকে তিনি শিখিয়েছিলেন নারীরাও দেশের জন্য লড়াই করতে পারে, শিখিয়েছেন বিপ্লবের জন্য স্বাধীনতার জন্য কী করে হার না মেনে চালিয়ে যেতে হয় এক জীবন। এক জন্মের কর্মে কেমন করে থেকে যেতে হয় মানুষের হৃদয়ের মণিকোঠায়। বাঙালি নারী চিরকাল কেবল অবলা নয়। যে বাঙালি নারী আজীবন গৃহের কোণে থাকে কেবলই সাংসারিক কাজকর্মে, সেই নারীকে তিনি চিনিয়েছেন দেশের জন্য, বিপ্লবের জন্য একটি জীবনকে কতোখানি মহিমান্বিত করা যায়। কী করে গর্জে ওঠা যায় শোষকের বিরুদ্ধে। তাই তো তিনি অগ্নিকন্যা। তিনি ছিলেন বাংলার প্রথম নারী বিপ্লবী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার।

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ : বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারে ১১৩তম জন্মদিবসে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবের সামনে প্রীতিলতার ভাস্কর্যে পুষ্পিত শ্রদ্ধাজ্ঞলি নিবেদন শেষে এক পথসভা ও গণ সংগীতের আয়োজন করেন। পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার অজিত কান্তি শীল, মো. জয়নাল আবেদিন শেখ, মো. দিদারুল আলম, মো. সবুর। গণ সংগীত পরিবেশন করেন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক টিভি ও বেতার শিল্পী কাজল দত্ত, টিভি ও বেতার শিল্পী অচিন্ত্য কুমার দাশ। পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চণ ভৌমিক পথসভা ও গণ সংগীত অনুষ্ঠানটি পরিচালনা করেন। পথসভায় বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা আমাদের জাতীয় জীবনে চেতনার উৎস। আমরা রাষ্ট্রীয়ভাবে কোন অশুভ শক্তির কবলে পড়লে প্রীতিলতার এই ভাস্কর্যের কাছে শক্তি আহরণ করতে ছুটে আসি। এবং একইভাবে কোন জীবন সংগ্রামে জয়যুক্ত হতে পারলেও শ্রদ্ধা জানাতে ছুটে আসি। কারণ প্রীতিলতা হচ্ছে আমাদের সংগ্রাম ও শক্তির উৎস। পথসভায় আরো উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্ঠা শিক্ষক বিজয় শংকর চৌধুরী, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, বিপ্লবী পরিবারের সদস্য প্রবীর দাশগুপ্ত নন্তু, সজল শিকদার।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক সাতকানিয়া উপজেলা সংসদের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ার চরম্বায় উন্নয়ন পরিষদের পুনর্মিলনী