নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে পরাজিত করে নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই সাথে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। বাংলাদেশ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে ৪০৩১ পয়েন্ট হারিয়ে দেয়। এতে নিশ্চিত করল নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট, নিশ্চিত হল নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও। থাইল্যান্ড টস জিতে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন যা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালেরেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন, ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশী রেইডার শ্রাবণী মল্লিক। ১১১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে আউট করেন, লিড পায় বাংলাদেশ। ১৪১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেইড এবং ট্যাকল দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লালসবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে, তা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। ৪০৩১ পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধপার্থ টেস্টে দুই দিনেই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধতিমুর লেস্তেকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের