মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাল ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এ আসর চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। নারী কাবাডি বিশ্বকাপের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন। দলের অধিনায়ক মনোনীত হয়েছেন অভিজ্ঞ রূপালী আক্তার। এবারের আসরে বাংলাদেশসহ ১১টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে চাইনিজ তাইপে, ভারত জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার ও স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল কোচ আরদুজ্জামান মুন্সী ও শাহনাজ পারভীন মালেকার অধীনে সাভারের বিকেএসপিতে অনুশীলন সম্পন্ন করেছে। বাংলাদেশ স্কোয়াড : রূপালী আক্তার (অধিনায়ক), শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সাদিকা ও তাহরিম। স্ট্যান্ডবাই খেলোয়াড় : আফরোজা ও লুম্বিনী চাকমা।












