বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ও সংবর্ধনা গতকাল শুক্রবার বিকেলে নগরীর একটি হোটেল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা লায়ন জাফর উল্যাহ। সংবর্ধিত অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল সংগঠনের নব নির্বাচিত আইন উপদেষ্টা অ্যাড. আবুল হাশেম। সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এসএম আজিজ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ১ম যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ রাজু, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওসমান গনী শাকিল, দপ্তর সম্পাদক হামিদা খাতুন পান্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার, সমাজকল্যাণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, শিক্ষা সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদিকা শাহনাজ আক্তার স্মৃতি, কেন্দ্রীয় সদস্য মো. ফরিদ গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কমিটির আন্তর্জাতিক সম্পাদক তারেক আল রশিদ, দপ্তর সম্পাদক মো. আলী আকবর দীপু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার, ধর্ম সম্পাদক মো. আক্তার হোসেন, চট্টগ্রাম বন্দর থানা কমিটির আহ্বায়ক শাকিল আহমেদ শাহ, সদস্য সচিব মো. শহিদুজ্জামান ইমন, মো. মীর ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












