সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহায়তায় মমতার পরিচালনাধীন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্পের উদ্যোগে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল বুধবার নগরীর কাজির দেউড়ি ব্র্যাক লার্নিং সেন্টারে ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়।
মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেশনে প্রধান অতিথি ছিলেন পুলিশের ডিআইজি আমেনা বেগম। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন রোধে পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে কাজ করে আসছে, তা অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদেরকে ৯৯৯-এ কল করে আইনশৃঙ্খলার আওতাধীন কাজের জন্য ও এ সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরতে আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন সিএমপি (উত্তর) এডিসি নাদিরা নুর, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের উপপরিচালক ড. গাজী গোলাম মাওলা, মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মাধুরী বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, আঞ্চলিক তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন প্রমুখ।
মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নিদের্শনায় সেশনে স্বাগত বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদ। বক্তব্য রাখেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, প্রকল্পের বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপনা মুজতাহিদা কাউছার। সেশনে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে অভিমত প্রকাশ করেন। এসময় শিক্ষার্থীরা নারী ও শিশু অধিকার রক্ষায়, সামাজিক সকল প্রকার নিপীড়ন প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সবার প্রতি জোরদার ভূমিকা পালন ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।