নারী ও শিশু অধিকার ফোরাম মহানগর আহ্বায়ক কমিটির প্রতিনিধি সভা গতকাল শনিবার বিকেলে নগরীর কাজির দেউড়ী নুর আহম্মদ সড়কস্থ নাসিমন ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
ফোরামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় নেত্রী জেলী চৌধুরী, দেওয়ান মাহমুদা আক্তার লিটা, মহানগরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ, সালাউদ্দিন আলী, মাহবুব রানা, ডা. কাজী মাহবুবুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মো. অহিদুল ইসলাম সিকদার, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজী, ডা. রানা চৌধুরী, অ্যাডভোকেট ডা. মিনহাজুল আলম, অ্যাডভোকেট আসমা খানম, তাসলিমা আহমেদ লিমা, নাসিমা আলম, দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, ডা. ওমর ফারুক পারভেজ, ডা. মোহাম্মদ মঈন উদ্দিন, ডা. মেহেদী হাসান, মহিউদ্দিন খান রাজীব, এম.জি কিবরিয়া, আরশে আজিম আরিফ, পারভীন চৌধুরী, রোকসানা মাধু, নাছরিন বাপ্পী, শামসুর নাহার, শারমিন নিপু, জিন্নাতুন নেছা জিনু, মাহাবুব খালেদ, সাংবাদিক এফ.এ.এফ রুমী, আহমেদুল ইসলাম সাদ, বিপ্লব চৌধুরী বিল্লু প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রশাসনের কাছে সুশাসনের প্রত্যাশা আজ দুরাশায় পরিণত হয়েছে। শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বললে হয়রানির শিকার হতে হয়। বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তির আন্দোলনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।