নারী

সুপর্ণা লিপি বড়ুয়া | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

নারী তুমি অধিকারী নরম কোমল মনের।

তবে প্রয়োজনে ধারণ করো রণমূর্তি।

স্নেহ মমতা ভালোবাসা দিয়ে সবাইকে করো পূর্ণ ।

প্রতিদানে কিছু চাইতে গেলে হাত থাকে শুধু শূন্য।

প্রতি পদে হও বাধার সম্মুখীন

তবুও নিজ গন্তব্যে এগিয়ে যাও

অসীম সাহস আছে তোমার

সবকিছু মোকাবিলা করার

বিনিময়ে পাও শুধু কথার উপহার।

অদম্য নিজের কাজে থাক অটুট ।

পরনিন্দা, পরচর্চা যতই করুক।

সংসার সমাজের একাই হয়নি কিছু।

নরনারী মিলে হয়েছে সবকিছুই।

তবে কেন নারীকে পিছনে ফেলে রাখে ?

বৈষম্যের এই বেড়াজালে জড়িয়ে থাকে।

নরনারী মিলে যদি হয় কাজের গতি

সুন্দর হত আরো এই পৃথিবী।

নারী তোমার চোখে কত স্বপ্ন নিজেকে বিকশিত করার।

নরপিশাচ হায়েনার ছোবলে সব হল ছারখার।

যুগে যুগে নারী তুমি নির্যাতিত হবে।

আবার স্বমহিমায় উঠে দাঁড়াবে।

পূর্ববর্তী নিবন্ধবেদে নারীদের হয়রানি থেকে মুক্তি চাই
পরবর্তী নিবন্ধএই দিনে