নারায়ণহাট ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফরসহ ৮ জন কারাগারে

১২ লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

সরকারি বরাদ্দের ১২ লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা আত্মসাতের মামলায় ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদসহ ৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ আদেশ দেন। এর আগে আবু জাফর মাহমুদসহ মামলার এজাহারনামীয় এ ৮ জন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেননারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক সচিব সুধীর কুমার পাল, মো. গিয়াস উদ্দিন ও মো. শাহাদাত হোসেন চৌধুরী, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তৈয়ব এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. তৈয়ব, মেসার্স এম কে এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোজাফ্‌ফর কামাল চৌধুরী, মেসার্স আর এন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. রফিকুল ইসলাম ও মেসার্স হাজি আহমদ হোসেন মীর এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আবু তাহের। দুদক পিপি মুহম্মদ কবির হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, সরকারি বরাদ্দের ১২ লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ৭ আগষ্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর তৎকালীন উপ সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ২০১১১২ অর্থ বছর থেকে ২০১৫১৬ অর্থ বছর পর্যন্ত ৬ টি প্রকল্প বাবদ ১৩ লাখ ৯৯ হাজার ৯৯ টাকার সরকারি বরাদ্দ থেকে ৭ লাথ ২৫ হাজার ৪৬৭ টাকা এবং ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত ৩ নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের অধীন দোকান ভাড়া ও এককালীন অগ্রিম বাবদ ৪ লাখ ৯২ হাজার টাকাসহ মোট ২ টি খাতে ১২ লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা পরস্পর যোগসাজসে আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধআস্ত পাহাড় কেটে সাবাড়
পরবর্তী নিবন্ধমিতু হত্যা মামলার আসামি ভোলা গ্রেপ্তার