নামের আগে ‘ডাক্তার’ বসিয়ে চিকিৎসা দিচ্ছিলেন ফার্মেসি মালিক

চট্টগ্রামের ফটিকছড়ি

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৬:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে নামের আগে ডাক্তার বসিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে মোঃ রমজান আলী মন্ডল (৪৭) নামে এক ফার্মেসি মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

১২ অক্টোবর (বৃহস্পতিবার) ভুজপুর থানা পুলিশ, উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় জনসাধারণের সহায়তায় দুপুর ২টায় এ অভিযান পরিচালিত হয়।

অপর আরেকটি অভিযানে হেদায়েত উল্লাহ (৪১) নামের একজন ফার্মেসি মালিককে নিজের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার ও ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনার অপরাধে দোষী সাবস্ত্য করে ৩ মাসের বিনাশ্রম কারাদনণ্ডে দণ্ডিত করা হয়। এবং উক্ত ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়।

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেবার মান, লাইসেন্স নবায়ন প্রভৃতি বিষয়গুলো মনিটরিংয়ের অংশ হিসেবে ফটিকছড়ির বাগান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকার জন্য মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি, অতপর….
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রশিবিরের আকস্মিক মিছিল