নামাজরত অবস্থায়ই সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মালেকুজ্জামান (৭১)। গত শুক্রবার রাত পৌনে ৮টায় নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে প্রয়াতের বড় ছেলে মাস্টার আলাউদ্দিন জানান, বাবা এশার নামাজরত অবস্থায় স্ট্রোক করেন। পরে তাকে স্থানীয় নাইক্ষ্যছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়িস্থ পুরান বাস স্টেশনে তার প্রথম নামাজে জানাজা এবং পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
নাইক্ষ্যছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শিক্ষক মালেকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।