বৃষ্টির ফোঁটা কি কেবল জল?
নাকি ঝরে পড়ে আত্মার ছায়া–
যা আকাশের শূন্যে হঠাৎ
ভুলে যাওয়া এক নামহীন চিঠি?
টিনের চাল ফাটানো শব্দে লুকানো থাকে
এক অনুজ্জ্বল আলোর অভিমান–
সেই আলো, যে আলো দেহ নয়,
শুধু অস্তিত্বের পরিধিতে
নেমে আসে ধীরে ধীরে।
এ বৃষ্টি কাকে খোঁজে?
নাকি এ–ই সেই খোঁজ,
যার উত্তর নেই কোথাও,
শুধু রয়ে যায় শব্দহীন অনুরণন,
চেতন ও অবচেতনের মাঝখানে।