সংবিধান, ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইন ও ২০১৪ সালের উচ্চ আদালতের নির্দেশ মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনের নামফলক বাংলায় লেখা, চট্টগ্রামের বধ্যভূমি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানরা চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে সম্প্রতি স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিজয় ৭১ সভাপতি সজল চৌধুরী, ভাস্কর চৌধুরী, সরওয়ার আলম মনি, লায়ন ডা. আর কে রুবেল, কাজী রাজেশ ইমরান, আরাফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দীন জয় প্রমুখ।
তারা ২১ ফেব্রুয়ারির আগেই চট্টগ্রামের সকল নামফলকে বাংলা ভাষার প্রাধান্য আনার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।