নাফিস ইকবালকে আজ ব্যাংকক নেয়া হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটার ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবালের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। গতকাল রাতে তার আত্মীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোঃ আলমগীর জানান তার মস্তিষ্কে যে সমস্যা ঢাকায় ধরা পড়েছে তার উন্নত চিকিৎসার জন্য তাকে আজ ব্যাংকক নেয়া হচ্ছে। এর আগে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন নাফিস ভালো আছেন তবে পরিবারের চাওয়াতে নেওয়া হচ্ছে ব্যাংককে। দেবাশীষ বলেন, ‘ওরা ব্যাংককে পরিবারসহ যাচ্ছে। এমন না যে অবস্থা খারাপ বলে যাচ্ছে তা না। ওরা মূলত ফ্যামিলি সিদ্ধান্তে যাচ্ছে। উনার স্ত্রীমা যাচ্ছে কালকে (আজ) সকাল আটটায়। তবে আগের থেকে ভালো আছে আর কি।’ এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন, ‘নাফিস ইকবালের অবস্থা এখন স্থিতিশীল। তিনি আগের চেয়ে ভালো আছেন। ঢাকায় আনার পরে তাকে পরীক্ষানিরীক্ষা করে দেখা হয়েছে। গুরুতর কোনো সমস্যা নেই। তামিম ইকবাল দেশের বাইরে আছেন। তিনি ফিরলেই পারিবারিকভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। তার আরও কিছু পরীক্ষা করা হয়েছে। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি তাকে ডাক দিলে তিনি সাড়া দিয়েছেন। চিকিৎসকও আমাদের আশ্বস্ত করেছেন।’ এর আগে নাফিস ইকবালের মাইনর স্ট্রোক হয়েছে বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, প্রাথমিক স্ক্যানের পর জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের মতো একধরনের সমস্যা হয়েছে নাফিসের। তিনি বলেন, ‘এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষানিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।’

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারাল জিম্বাবুয়ে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লিগের দলবদল কার্যক্রম আজ শুরু