ক্রয়মূল্যে সবজি বিক্রি স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ

তরুণদের মানবিক উদ্যোগ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৪:৪২ অপরাহ্ণ

সবজির দাম সাধারণ মানুষের বাইরে চলে যাওয়ায় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাঁক তরুণ।

সংগঠনের কর্মসূচির ধারাবাহিকতায় ৩০শে অক্টোবর (বুধবার) সকাল থেকে লোহাগাড়ার পদুয়া এলাকায় ক্রয়মূল্যে তরি-তরকারি ও শাক-সবজি বিক্রয় কর্মসূচি শুরু করেন। এ সময় দেখা গেছে অসংখ্য ক্রেতার ভিড়।

বিক্রয় কর্মসূচি পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর, সহ-সভাপতি ফারহান মাহমুব মিজান, সাধারণ সম্পাদক রাকিব, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, ধর্ম বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ।

কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সভাপতি ওবাইদ বিন নূর দৈনিক আজাদীকে বলেন, আমাদের মূল উদ্দেশ্য অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়া, সাধারণ মানুষের মাঝে ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে এনে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা।

কয়েকজন ক্রেতা বলেন, সবজির লাগামহীন দাম বাড়াতে সবজির বাজারে যেতেও রীতিমতো ভয় লাগে। সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এমন মহতি উদ্যোগ নেওয়াতে আমি অল্প টাকায় অনেক বাজার নিতে পেরেছি। এ যেন পুরো সাতকানিয়া-লোহাগাড়াবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকদের রাঙামাটি ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল
পরবর্তী নিবন্ধকক্সবাজারে এক বছরে আড়াই শ অস্ত্র উদ্ধার : র‌্যাব