শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল ও ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুল নুজহাত নাঈম সিদ্দিক, ভাইস প্রিন্সিপাল জুবাইদা কুরেশি, এডমিন দিলাল উদ্দিন ও স্কুলের বিভিন্ন প্রোগ্রাম কো-অর্ডিনেটরবৃন্দ।
ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের পক্ষে উপস্থিত ছিলেন- ফাউন্ডার ও চেয়ারম্যান মো. তানভীরুল হক, চিফ টেকনোলজি অফিসার কামরুদ্দীন নিশান, অলিম্পিয়াড কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল বারি, গৌতম সেন, ট্রেইনার ও মেন্টর।
এই চুক্তির মাধ্যমে স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা গণিত, বিজ্ঞান, ইংরেজি, কম্পিউটার, জেনারেল নলেজসহ বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। এর ফলে শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক জ্ঞান বৃদ্ধি নয়, বরং বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করার অনন্য সুযোগ পাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামুখী চিন্তাভাবনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।