নাফ নদীতে শোলার ভেলা থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার উত্তরপূর্ব দিকে ডাবল জোড়া এলাকা থেকে মাদকের চালানটি জব্দ করা হয় বলে টেকনাফ২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

লেফট্যানেন্ট কর্নেল আশিকুর বলেন, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে গোপনে তথ্য পেয়ে দমদমিয়া চৌকির ৫টি নৌটহল দল নাফ নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এক পর্যায়ে ককশিটের ভেলায় করে দুজন ব্যক্তিকে মাদক নিয়ে নাফ নদী সাঁতরে পারাপারের সময় বিজিবির টহলদলের মুখে পড়ে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলটি ভেলা ফেলে রাতের আঁধার এবং ঘন কুয়াশার মধ্যে নাফ নদী সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশমিয়ানমার সীমান্তের অপর পাশে পালিয়ে যায়। তিনি বলেন, পরে নৌটহলদল তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা থেকে দুটি মাদক ভর্তি চটের বস্তা উদ্ধার করে। পরে ওই চটের বস্তার ভেতর থেকে ২৫টি প্যাকেটে ভরা ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের। অভিযানে কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি বলে লেফট্যানেন্ট কর্নেল আশিকুর জানিয়েছেন। তিনি বলেন, চোরাকারবারীদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক তাসনিম উদ্দীন চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ