নাফ নদী থেকে অপহৃত পাঁচ জেলের একজনের লাশ মিলল

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নেয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছিলেন। গতকাল শনিবার সকালে তাদের মধ্যে একজনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যারীন তাসনিম তাসিন। তিনি বলেন, মাছ শিকারে গিয়ে দুইদিন আগে পাঁচ বাংলাদেশি অপহৃত হন। এদের মধ্যে শনিবার একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ থাকা অপর চারজনকে উদ্ধারে ব্যবস্থা নিতে বিজিবিসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানান ইউএনও। খবর বিডিনিউজের।

রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, সকালের দিকে অপহৃত ছৈয়দুল বশরের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। নিখোঁজ থাকা অপর চারজন হলেনপূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নূর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম এবং মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার নাফ নদীতে পাঁচ বাংলাদেশি জেলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার স্থানীয়দের খবরে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে। অপর চারজনের ব্যাপারে কোনো ধরনের তথ্য নেই।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন রহমতের বিল এলাকায় নাফ নদীতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি অবহিত হওয়ার পর মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে কঙবাজার সদর হাসপাতালের মর্গে। ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলতে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে যারা থামাতে গেছে তারা ধ্বংস হয়ে গেছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৭