নানুপুর লায়লা-কবির কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নানুপুর লায়লাকবির কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ১৮ জানুয়ারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মুসলেহউদ্দিন আহম্মদ। দ্বিতীয় বর্ষ মানবিক বিভাগে বনাম ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষকদের দৌঁড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে অধ্যাপক শওকত ওসমান, অধ্যাপক আমির হামজা, অধ্যাপক বাদশা আলম। নারী শিক্ষকদের অংশগ্রহণে ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় পুরস্কার পান অধ্যাপক শ্রাবন্তী, অধ্যাপক জেসমিন ও মিসেস মেজবাহ। ছাত্রদের বর্শা নিক্ষেপে বিদর্শন চাকমা বিলীন চাকমা ও ছকেশ চাকমা পুরস্কার পান। ছাত্রীদের সুঁইসূতা প্রতিযোগিতায় ১ম, ২য় ও তৃতীয় হয় মনীষা, হাজেরা, বৃষ্টি। গোলক নিক্ষেপে তাপস নাজমুল, বিদর্শন পুরস্কার পায়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অধ্যাপক নঈম কাদের, অধ্যাপক পংকজ দেব, অধ্যাপক অনুপম চৌধুরী, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক সামিরা কুমকুম। বিভিন্ন ইভেন্টে বিচারক ছিলেন অধ্যাপক কনিকা বৈষ্ণব, অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী, অধ্যাপক মেজবাউল আলম, অধ্যাপক ইসমাইল উদ্দিন, অধ্যাপক হাসিনা বেগম, অধ্যাপক আহসান আরিফ, অধ্যাপক সাদিয়া নওরিন অধ্যাপক উম্মে কুলসুম, অধ্যাপক মিশন, অধ্যাপক সুজিত, অধ্যাপক সাদিয়া, অধ্যাপক জান্নাতুল জীপা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে চিটাগং মাস্টার্স ক্লাব চ্যাম্পিয়ন