নানিয়ারচরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, গোলাগুলিতে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:১১ পূর্বাহ্ণ

রাঙামাটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় নিরাপত্তা বাহিনীর টইলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পাল্টা গুলিতে ইউপিডিএফের ২ সদস্য নিহত হয়। এসময় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রউফ টিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম রোকেশ চাকমা (৩৮)। আরেকজনের নাম জানা যায়নি। আহত নিরাপত্তা বাহিনীর সদস্যের নাম সাহাবুদ্দিন (২৮)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়নের রউফ টিলা এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের উপর ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টাগুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে দুই ইউপিডিএফ সদস্য নিহত এবং একজন নিরাপত্তা বাহিনীর সদস্য গুরুতর আহত হয়। আহত নিরাপত্তা বাহিনীর সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে ২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নানিয়ারচর থানার ওসি সাব্বির রহমান বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াসার মোড়ে যুবলীগ নেতাকে মারধর ভিডিও ভাইরাল
পরবর্তী নিবন্ধচাকরির প্রলোভনে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার