রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতা কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর নানিয়ারচর উপজেলার ৮ নেতাকর্মীকে সাময়িকভাবে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িকভাবে অব্যাহতি প্রাপ্তরা হলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভুঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু জাফর খাঁ, বুড়িঘাট ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মহিদুল ও আওয়ামী লীগ কর্মী মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহীন আলম, সদস্য মো. সহিবুল ও ১নং বগাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাফিজুর।
এ প্রসঙ্গে রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, আমরা জেলা আওয়ামী লীগ থেকে চিঠি পেয়েছি। বৈঠকে বসে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।












